কাব্যানুশীলনে সন্দীপ ভট্টাচার্য

ক্যানভাস
যে ক্যানভাসে তুমি আঁকো পঞ্চভূতের গল্প
ঠিক তার পা ছুঁয়ে আমার স্বপ্নরা খেলে
গঙ্গা জল হয়ে।
অন্ধকারে জেগে থাকা বুড়ো বটগাছে,
বাসা বাঁধে যে পাখি
তার ডানা বেয়ে গলে পড়া পুনমের চাঁদ
আর কোটরে জন্মানো ভবিষ্যত বোঝে
অমরত্বের অর্থ শুধু বেঁচে থাকা না,
লিখতে থাকা
জীবনের ইতিহাস।
জনমের পর থেকে আজও শ্বাস নেওয়া নাবিকের কম্পাস
যদি পথ দেখায় সপ্তর্ষিদের
ধ্রুবতারা অভিমুখে
তবে স্বস্তিক ছন্দে লেখা থাকবেই কালের চক্র।
এবার তোমার ইচ্ছে,
কোন রঙে ভেজাবে স্বর্গীয় তুলি
অথবা কোন সমুদ্রে ভাসাবে সপ্তডিঙা,
সব পাখিই ঘরে ফেরে
সব ছবিই কথা বলে ,গায়ত্রী অথবা আজানে
কে জানে কোন ভোর বেলা, শেষ হলে সব ঋণ
মুখোমুখি মৃত্যু ও আমি,
একাকী নির্জনে।