কবিতায় শুভঙ্কর বৃক্ষ

প্রশ্ন
ধর্ম তুই, না হিংসা বন্ধ করতে পারিস,
না শান্তি প্রতিষ্ঠা ?
তুই আমার এমন কোনো চাওয়া পূর্ণ করতে পারিস,
যেটা আমি চাইবো?
এগুলো ভাবলে আমার মুখে ঘৃণার থুথু আসে
এবং পার্লামেন্ট যেদিক আছে সেই দিকে
সেটা আমি ফেলে দিই।
কিছুটা শান্ত হই ।
অনেক ক্ষোভের পারমানবিক বিস্ফোরণ থেকে!