রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য্য (ঋক তান)

যেতে পারোনা
দোকান
তুমি যাবার জন্য অপেক্ষা করে আছো
অস্তরাগের ধূসর আকাশের
পথ পানে চেয়ে
আমি তো ভেবেছিলাম তুমি
আমার কাছে থাকবে
সব কিছু কাজ গুছিয়ে।
তুমি তো সহজিয়া হয়ে আসনি
পথের ধারে কিংবা জঞ্জালে
নদীর পাড়ে কুড়িয়ে পাইনি
বিলম্বিত লয়ে কান্নার সুরে
নিজেকে হারিয়ে আসো নি ।
আমি তো তোমায় পেয়েছি
অনেক নির্বিবাদ সাধনায়
অনেক আরাধনায়
প্রতিটি দিন তিলে তিলে
আমার অমর ভালোবাসায়।
তুমি যাবো বললেই চলে যেতে পারো না
বৃত্ত সেরে নৌকা ফিরে আসে
যেমন নিজের ঘাটে
আমিও তেমন তোমার কাছে ফিরে আসি দিনান্তের আধাঁরে।
তুমি যেতে পারো না
চলে যেতে চাও?
সেটা কোনো দিন ভাবিনি
আমাকে ছেড়ে যাবার মালিকানা
তোমার হাতে নেই
সেই অধিকার তো তোমায়
আমি দিই নি।