মা বাবা দাদা দিদি আর ভাই বোন
আছে যতো সব মোর আত্মীয়স্বজন
আমার পাড়ার সব প্রতিবেশীগন
ভারত মাতার যারা সৎ জনগণ
নদী পাহাড় আর গাছের ঘন বন
চন্দ্র তারা আর রবির কিরণ
মনমুগ্ধকর ধরনীর সুদূর প্রসারন
এ সবেরই আছে যে প্রচুর অবদান!
হে প্রভু ! সবই তো তোমারই বিধান !
তাই নিয়ে মোরা করি জীবনযাপন ।
তুমি ছিলে তাই এই অমূল্য জীবন।
২| “চলার পথে অনেক বিপত্তি”
পথে যখন হয় নামতে,
সে পথেই হয় চলতে।
পথের জন্মই তো চলার জন্য।
তাতে আসুক বাধা, ঘটুক বিঘ্ন।
হোক না পথ দুর্নিবার, দূর্গম।
ঘুর্ণিঝড়ের হোক না সমাগম।
হোক না সে পথ আঁকা বাঁকা।
লক্ষ্যেই তো থামবে জীবনরেখা!
নদী তো যায় না থেমে মাঝখানে!
বেপরোয়া হয়ে চলে আপন মনে।
এভাবেই চালিত হয় জীবন যাত্রা।
না করিয়া পরোয়া বিপদের মাত্রা।
রাখিতে হইলে ইতিহাসে জীবনের জয়গান,
পথের বিপত্তিকে করিতে হইবে যে অবসান।