ক্যাফে কাব্যে সুব্রত আচার্য্য

চৌকাঠ
অনুভবে অনুভবে স্পর্শ করেছি , এক অভিমান।
রাত্রি গান ছন্দে মাখা।
গোপনীয়তার চৌকাঠে জোনাকি রাত।
রাত্রি ছন্দ আরও , আরও গাঢ় হয়।
ছন্দে হারাই ,
ছন্দে গাই গান।
ছন্দে বাঁধা এ জীবন , চেয়ে থাকে , চৌকাঠের ওপারে।
চৌকাঠের এপারে জীবন।
ওপারেতে মৃত্যু।
ভালোবাসলে বুঝি , মৃত্যুর কাছাকাছি যাওয়া যায়। আচ্ছা মৃত্যুর রঙ কি ?
অনুভবের আয়নায় এক অভিমান রাত্রি।
পাঁজর চুঁইয়ে চুঁইয়ে রাত্রি ঘাম।
জীবনের সব সুখ মৃত্যুর অঞ্জলিতে।
অনুভবে অনুভবে স্পর্শ করেছি , এক অভিমান।
আজ ভাষান রাতে , বৃষ্টি নামুক। ঝমঝমিয়ে।
ধুয়ে যাক , সমস্ত গোপনীয়তা। চৌকাঠ।