আমার আটপৌরে শাড়ির আঁচলে চাবির গোছার বদলে বেঁধে রেখেছিলাম খান কয়েক পিছুটান! আলমারিতে তালা না লাগানোর বদঅভ্যাস আছে যার, তার চাবির গোছা সামলানোর বিলাসিতা মানায় না।
আজ ঐ খানকয়েক পিছুটানও চৌকাঠের ওপারে ফেলে এসেছি কনকাঞ্জলির মতো…
আমার সামনে এক অনন্ত এখন, বড় বিশাল, গহন একটা হৃদয়, সাঁতার না জেনেই ডুব দিয়েছি তাতে!
একটা আশ্রয়ের লোভে ছেড়ে দিয়েছি চেনা কলতলা, সিঁড়ির নীচ, গোল বারান্দা…
ছেড়ে দিয়েছি গলিপথ!