প্রবাসী ছন্দে শহিদ আজাদ (বাংলাদেশ)

ভালোবাসা দিবসের কবিতা
ভালোবাসা দিবস ক্ষণে ভালোবাসা পেলে,
হৃদয়খানি খুলে দিতাম লাজলজ্জা সব ভুলে,
রৌদ্রমাখা দিনের আলো দেখতে আচল খুলে,
লুটিয়ে পড়তাম ঐ বুকে শাড়ীর আচল ফেলে।
ঢাকনা খুলে পাখনা মেলে উড়তাম মহাসুখে,
সাত সমুদ্দুর পাড়ি দিতাম সাঁতার কেটে কেটে;
শাড়ীর আচল খুলে গেলে নামতাম হেঁটে হেঁটে,
লজ্জাটজ্জা ভুলে গিয়ে মুখ লুকাতাম বুকে।
ডুব সাঁতারে মগ্ন হতাম পুকুর ভরা জলে,
নতুন করে সাঁতার শিখতাম নতুন পুকুর পেলে,
শীতল জলে সিক্ত হতাম ডুবে ডানা মেলে,
লাজুক মুখে যেতাম চলে অবগাহন হলে।
ভালোবাসা গভীর হলে অতীত যেতাম ভুলে,
অনায়াসে বিলীন হতাম মনের দুয়ার খুলে।