অনাহুত প্রেম
সে তো আসবেই!
ধীর পায়ে অনাহুতের মতো এসে,
পলক ফেলার আগেই
দুবাহুর শক্ত বাঁধনে,
আপন করে নেবে তোমায়।
রচন করবে —-
সুখবিলাসের বাসর শয্যা।
আজ এত দ্বিধা সমর্পণে!
সমর্পিতা হতেই হবে সেদিন;
সে দুর্বার প্রেমের ঘূর্ণিঘোরে।
সে পুরুষকার এড়ানোর
সাধ্যি তোমার নেই।
চোখে চোখ রেখে
না বলার আগেই ,
উষ্ণতার ওমের আবেশে
স্বপ্ন কল্পনায় বিভোর তুমি
পাড়ি দেবে অতলান্ত গভীরে।
সে গভীরতায়
জোয়ার ভাঁটার যাওয়া আসার তাড়া নেই;
এক অসীম প্রশান্তি
ফিসফিসিয়ে বলবে
মন সোপানের কথা।
চড়াই-উতরাই পেরিয়ে,
বাঁশির সুর বিলীন হবে
মাঝ-সোপানে।
গোধূলির আলো
ঝাউপাতার ডগা ছুঁয়ে
অপেক্ষার প্রহর গুনবে সন্ধ্যাতারার।
মন সোপানের বসন্ত বিলাস
থিতু হবে একতারায়।।