সাতে পাঁচে কবিতায় শিবম

যে কথা শালিকেরা জানে
সকালে রোদের সাথে আমার জানলায় যে চারটি শালিক এসে বসলো, তাদের চিৎকারে সকালটা আর মিঠে থাকলো না। তাদের ভাষা বুঝি না,শুধু বুঝলাম কোনো এক বিবাদ হয়েছে কিছু নিয়ে। মাটির ডোয়াতে পড়ে আছে একটি মৃতপ্রায় কেঁচো, তা ভাগভাগি নিয়েই বোধহয় এই বিবাদ৷
এরপর যা বুঝলাম, আদতে এই শালিক মানুষের ভাগাভাগি কারবারের চরিত্র রপ্ত করে ফেলেছে, রপ্ত করে ফেলেছে সমাজ- খাদ্য আর রাষ্ট্র ভাগ করার টোটকা।