গোয়েন্দা প্রবণ মন বেশি সৎ হয়ে গেলে
কথা বলে ঘরের বেড়াল।
তাকে বেশি না তোলাই ভালো।
হয়তো তখন কোনও অদৃশ্য কুকুর টের পায়
নিজেরই শরীর থেকে ক্ষত পচা ঘ্রাণ।
হৃদয় আহত হয়, তবু বেঁচে থাকা
যেন এক সই দুটো পায়ের উপরে।
চোখের ভিতরে মহাভিনিষ্ক্রমণ।
অগুন্তি পথের শেষে তবু একজন
আয়না চিবিয়ে এসে সামনে দাঁড়ায়।
আমরা আসলে তো সময় নষ্ট করার জন্যই
কবিতা লিখছি, মনে হয়
অপেক্ষার নামে রেখে যাচ্ছি কাটা দাগ
লুকোনো শরীরে।