সম্পাদকীয়

কোভিড, কমছে বাড়ছে, একেক দেশ একেক রকম ভাবে প্রতিক্রিয়া দিচ্ছে তার সাথে।
খালি তার মধ্যেই, যারা চলে গেল, আর ফিরে আসে না।
সেই দেশি বিদেশি ভালোলাগার ভালোবাসার মানুষদের জন্য দুটি ভাষাতেই রাখলাম অক্ষরের পাপড়ি।
ভালোবাসা সহ।

 

পাখি

যে পাখি আমার গাছের ছায়ায়
শিষ দিয়ে সুর ছড়িয়েছে
কাল এসে বলে গেলো
সে আমার কেউ ছিলো না
আমি ঘাড় নেড়ে বললাম
বেশ তো।
নীল আকাশ হলুদ রোদ মেঘের ছায়ানট
চারপাশে ঝুরঝুর ঝিরঝির করে
ঝরে পড়তে থাকলো।
রাশি রাশি ঝরা পাতার বৃষ্টি
শিরশিরে হাওয়া হয়ে
জড়িয়ে গেলো গায়ে।
ছোট্ট পাখি আমার গয়নার বাক্সে
আটকে পড়ে বলল
” আমি নেই কিন্তু, নেই কিন্তু, নেই
আমি কক্ষনো ছিলাম না——”
তখন সব জায়গায় ঝিকমিক
চিকমিক কুচি কুচি হাসির হীরে
গড়িয়ে পড়তে পড়তে বলল
নেই কিন্তু নেই কিন্তু নেই কিন্তু
কলমের বাক্সে ময়ুরকন্ঠি রেশমি আঁচলে
কাজলের টানে, গুঁড়ো হয়ে থাকা চুলের গোছায়
চন্দনি গন্ধ ছড়িয়ে
হাসিরা ফুরফুর করে মাথা  নাড়তে নাড়তে
বলল
বটেই তো, ঠিক কথাই তো,নেই কিন্তু
উঁহু কোত্থাও নেই। নেই কিন্তু।

February twits

The bird that had sung among the shadow of my leaves
Came yesterday to say,
It was nobody of mine.
I nodded my head and said
Okay, so be it.
Azure blue sky and gold of sunshine, passion of monsoon clouds
Drizzled all over me.
Like the swirling leaves of autumn fall
Strokes of wind clung to my body with such deep longing.

The small wee bird caught and trapped
Among the jewels in my casket
Twittered again and again
Am not here at all, no body of yours, no one.
Never, never, no one at all
Never been yours, no never…
Never you know…

Then all around the universe
All the nooks and crannies
Just dazzled and glittered and twinkled in laugh like
A million sequins floating down to earth
Like Christmas lights
Like diamond flecks
Like laughter and gigles
Frolicking in fun they tumbled everywhere
All over me, and said
No never, no never at all
No one no, no no
Just no body of yours
No, never, no one…

The intricately curved rich sandalwood pen
The silken cloth of peacock hue
The kohl waiting to line eyelashes
The hairlocks curling around as a frame
All smelled of musk, of fragrance love
Of fluttering laugh
And nodded their head
And smiling said,
Of course, oh dear, that’s right,  so true
Never ever any one,
No never at all
Never present at all
Uh uh..
Never…

সোনালি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।