সম্পাদকীয়
by
TechTouch Talk
·
Published
· Updated
বোধন
ওরা ” মা” নামটিতে ডাকেনি কখনও
ওরা শৈশবে পায়নি কোল
কোলের আরাম,ধুলো ঘাম মোছানো আঁচল
ওরা ব্যথা পেলে মা বলে ডাকেনি।
বোধিসত্ত্ব সরে যাও আজ
নির্ভয় আলোর কথা কাউকে বোলো না
আমি ভয়কে ডেকে আনতে চাই।
আমি চাই
আতংকিত চরাচর স্তব্ধ হয়ে থাক।
বীভৎস রসের দাগে নারী মূর্তি আঁকি
দংষ্ট্রা করাল আর ভ্রুকুটিতে ঘোর
রক্তাক্ত শাণিত অস্ত্রে ধাবিত মানবী —
সে পিছনে তাড়া করে আসছে ভেবে
পালাক শিউরে ওঠা পাশবিক প্রাণ
কল্পনায় আঁতকে উঠে চোখ বুজে ফেলুক ধর্ষক
জানুক পৃথিবী
পশুকে নিহত করতে
পাশবিক রূপে জেগে উঠেছে মানবী
আশায় রয়েছি
মুণ্ডচ্ছেদ হবার আগে আর্তনাদে শুনতে পাব
‘মা!’
সোনালি