সাধারণতঃ স্বাধীনচেতা ও সাহিত্যগোষ্ঠী সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান ক’রলেও যে বিরল ক্ষেত্রসমূহে উভয়ের পারস্পরিক সম্পর্ক অবিচ্ছেদ্য হ’য়ে ওঠে, সেই সৌহার্দ্যের অধিকাংশই বর্ণনাতীত।
কেবল মোহনা হিসাবে গণ্য করা নিতান্ত তুচ্ছ হবে, বরং উৎস হ’তে তীব্রবেগে ছুটে চলা নদীর অঙ্গে অঙ্গে যে উচ্ছ্বাস পরিস্ফুট হ’য়ে ওঠে সম্ভবতঃ সে স্পর্ধাই তার একমাত্র চরিত্র। অজস্র স্রোতই মূলতঃ নদী, নদীও তরল তারুণ্যেরই সমাহার।