সম্পাদকীয়

কোভিড চলেছে। তবে কমছে মৃত্যুর হার। ক্রমশ গা সয়া হয়ে যাচ্ছে করোনা নামক ভাইরাস। তাই, আমরা মনের আনন্দে সাবধান হতে ভুলে যাচ্ছি। তাই রোগ ছড়িয়ে পড়ছে দাবানলের মত। আর পরবর্তীতে কি কি শারীরিক কষ্ট হবে, তা এখনো ভালো করে জানা যাচ্ছে না।
সুতরাং আবার বেরসিকের মতো বলি, দয়া করে মাস্ক পড়ুন। হাত পরিস্কার রাখুন সব সময়। মানুষের থেকে দূরে থাকুন। তাতে আপনি ও ভালো থাকবেন আর অন্যদের ও ভালো রাখতে পারবেন।