T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সায়ন্তিকা

ছায়াহীনতা

আজকাল গাছেরা গা এলিয়ে দ্যায় ,
ফুটপাতে পুড়ছে ছায়ারা !
জীবন আসলে একটা খিদের নাম ,
মাথার ওপরে ক্রমশঃ চওড়া হচ্ছে পথ ,
মনে হয় উড়ে যাই ۔۔۔۔
নীল রঙের আকাশ !
পাইন বনে কান পেতে শুনি মানব মানবীর চিৎকার ,
ফুলেদের ওপরে ভ্রমরের গুঞ্জন ,
মৃত্যুর কথা !
আজকাল খুলে ফেলি গাছেদের শিকড় ,
হাঁটুর ভাঁজে ঘুমিয়ে থাকা নীল শাদা মাছেরা উঠে আসে চৌকাঠ পর্যন্ত ,
ভালোবাসি বলেই লিখি যৌনতা,
কমলা লেবুর রস শুষে খায় গাছেদের টু বি এইচ কে কোমর ,
আমার বাবা এবং মা আমাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দ্যায় ۔۔

এমন সময়ে কবিতা ছেড়ে আমি শূন্য হয়ে উঠি ,
এবং আমাকে ঘিরে ধরে আমার পূর্বপুরুষের ছায়াহীনতা !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।