T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সোনালি

পয়লা বৈশাখ

হাজার কাজের মধ্যে আজও চৈত্র বৈশাখের হাওয়া
সুগন্ধ বেলফুল আর নববর্ষ মনে নিয়ে আসে ।
এখনও মনের মধ্যে
হালখাতা রাবড়িরা মধুর।
চোখের আরামে তাঁত মনের আরামে হাতে হাত;
বুকের গভীরে আজও লাব ডুব আদর ফাজিল ,
সোনালি রূপোলি হোক
চুল আর জরিন আঁচল
উড়ুক ধুলোর ফাগ , শুকনো পাতা
বর্ষ শেষ হয়ে –
আনন্দ একান্তে আসে
নিমন্ত্রণ শ্রী মহাকালের –
এখনও দরখাস্ত রাখি ঃ
মহামান্য জীবন মশাই
ছুটি চাই নববর্ষে
ছুটি চাই শুধু আদরের ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।