ফার্স্ট স্টপ
by
TechTouch Talk
·
Published
· Updated
ফার্স্ট স্টপ : কিছু চিরকুট
১.
তুমি সূর্যের থেকেও বেশি আলো ছড়াও তাইতো তোমার এতো জ্বর আসে, তুমি বাতাসের থেকেও বেশি কথা বইতে জানো তাই তোমার যত জ্বরের প্রলাপ
২.
যেমন কর্ম তেমন ফল একথা মানেনি
এমন লেখা অনেকই আছে, তা রামায়ণ হয়নি
৩.
বিচিত্র কথোপকথনে ছবিরা সাক্ষী থাকে, তারা বলার বেশি বলে
৪.
করুণাতো তার জন্যই তোলা থাকে যে মনে করে সে অন্যকে করুণা করতে পারে।
৫.
আমিতো অবিনাশী চেতনা
আর কিচ্ছু না
৬.
চাইতে চাইতে পৃথিবীটা শুকনো হয়ে গেলো
আমরা নাম দিলাম গ্লোব
শাল্যদানী