কবিতায় স্বর্ণযুগে সায়ন্তিকা (গুচ্ছ কবিতা)

সব্যসাচী
১
সূর্যটা গা এলিয়ে দিয়েছে নৌকার ওপর ,
বাদামী শরীরে সংসারী মাঝি ,
নদীর ঢেউগুলো ঘষা খাচ্ছে ,
জোয়ারে পুড়ছি আমি ,
আমার জ্বর ۔۔۔۔
আজ আমি নীরব থাকবো ۔۔۔
তুমি কবিতা লিখো !
২
আকাশে ফুটে আছে জবা ,
বাগানে ক্যাকটাস ,
ঘরে ভাত রান্না হচ্ছে ,
তোমার আঙ্গুলের ছোঁয়ায় বৃষ্টি নামছে ,
পাখিটা উড়ছে ,
ছটফট করছে সে ,
আগুনের আঁচে ধুয়ে যাচ্ছে শরীর ,
তবুও …..
তুমি ক্ষুধার্ত !
৩
লিখছো ? লিখলে ফুল ফুটবে !
লিখতে বসো ! কিন্তু কবিতা লিখো না !
লিখতে লিখতে উঁচু হয়ে ওঠো !
সামনেই মনুমেন্ট !
তুমি আর নিচে নেমো না !