T3 || দোল পূর্ণিমা স্পেশাল || এ লিখেছেন সোনালি

পূর্ণ চাঁদের মায়ায়
চাঁদ আর দোল ফাগুন
তাজা আলো আর মেঘের লুকোচুরি
রঙিন জামার খোঁজ, অথবা আদরের গল্পগাছা
ধুলো মাখা শহরের ফাঁকে অশোক পলাশ
এমনকি দু চার পিস শিমুলের উঁকিঝুঁকি
দোল আর ফাগুন
আবীর আর ফাগের গোলাপি
খুনখারাবি লালের মায়াবী
এই সব মেখে কারা হেঁটে যায়
গুলমোহর আর কৃষ্ণচূড়ার আলপনা দেয়া
কলকাতার পিচের রাস্তা ধরে।
কারা চিরকাল হাত ধরে হেঁটে চলে
শুধুমাত্র হাঁটার আনন্দেই।
আকাশের মেঘেদের ও
নেশা লাগে গোলাপি আবেশে
পৃথিবী আঁজলা ভরে রঙ ছোঁড়ে
মুকুলে পাতায়
চৈত্র ফাল্গুনের দমকা দামাল বাতাস
শুকনো পাতা দু হাতে ওড়ায় –
উড়ন্ত হাসিতে বলে মনে রেখো
এতো ভালবাসি।