সম্পাদকীয়

নববর্ষ
নব রসের ধারায় তুমি
ভিজিয়ে রাখো, জীবন মশাই।
হাস্য লাস্য বিষাদ বাদেও
টক মিষ্টি নুন।
প্রণামে আর আশীর্বাদে
চিরকালের প্রদীপ জ্বেলো
চৈত্র দিনের আগেই এনো
দুরন্ত ফাগুন।
আবর্তনে বসুন্ধরা
রবির সাথে সপ্তপদী
অনন্ত সেই ভালবাসার
প্রদক্ষিণে গতি।
মহাকালের অঙ্ক খাতায়
রসের ভিয়েন যদি বসাই
রসগোল্লা দখল করে
মহাজনের গদি।
আসুক নতুন বছরনামা
একটু রসের আর্জি নিয়ে
নতুন জামার রঙ লেগে থাক
সমস্ত মন জুড়ে।
আনন্দ রস ছড়িয়ে পড়ুক
সুস্থ জীবন হোক বীতশোক
বুকের মধ্যে বাজুক বাঁশি
মধুর রসের সুরে।
সোনালি