১১. স্বপ্নের কাল
আমি লোহার কলম দিয়ে
আগুন অক্ষরের সিম্ফনি
অনুভূতির চাঁদের খাতায়
সাজিয়ে নিয়েছি আমাদের পথচলা কবিতার গান
১২. একজন আসবে সমস্ত দরজার বুকে
জ্বলে উঠবে হাজার শিখার আলো
শিশুর হৃদয় দিয়ে আবার ছুঁয়ে দেবে সেতার
আমাদের ভিতরে লুকোনো শিশুটার কাছে
একজন আসছে বলে গাছের পাতার ফাঁকে
জোনাকির আলপনা সাজানো হয়
সব অবিশ্বাসের ফোঁটা রক্তবিন্দু
ভালোবাসা কবিতার কাছে বিশ্বাস করে
কুয়াশা আর ধ্বংসের কাছে
মানুষের শেষ আশ্রয় নয়
তোমার আমার জীবনের চেয়ে দেখা
কাঁটার মুকুট ফেলে তুলে নেওয়া মালকোষ
দু’হাত ভরা হাসনুহানার গান