ইদানিং একটা বেশ মজাদার বিষয় সোশ্যালমিডিয়ায় বিশেষত ফেসবুকে চালু হয়েছে। বিভিন্ন ওয়েব ম্যাগাজিন, পোর্টাল, লিটারেরি পেজ, ব্লগ সবেতেই কম বেশি পাওয়া যাচ্ছে কমন একটা বিষয়ের উপর চর্চা। সেটা হলো ‘ কবিতা কেন লিখি ‘…।এই বিষয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে নিজের ভাব তুলে ধরেছেন। তাদের জন্য অভিনন্দন। দারুণ, ফাটাফাটি, অসামান্য, কেয়াবাত আর যত যত প্রশংসা আছে তা তাদের উপর অকাতরে ঝরে পড়ুক। আমাকেও দু-তিন জন বন্ধু সম্পাদক এ বিষয়ে লিখতে বলেছিল। তাদের আমি নিরাশা ছাড়া আর কিছু দিতে পারিনি। লেখা তো নয়ই। এ বিষয়েই আজ দুটো কথা লিখবো বলে ঠিক করেছি
গত তিনমাসে আমি একটা কবিতাও লিখিনি। কিছু লেখা আছে সেগুলো মাঝেমধ্যে প্রকাশ করি। অন্তত গোটা ৮টি ম্যাগাজিনকে আমি গত তিনদিনে ফিরিয়েছি। আমার দৈন্যদশার কথা বলে ক্ষমা চেয়েছি। আমার কি লেখা আসছে না? শব্দের ঘাটতি? ভাবনায় জং? আনন্দের সঙ্গে জানাচ্ছি এর কোনোটাই না। আসলে আমার কবিতা লিখতে ইচ্ছা করছে না এখন। মাথায় কিছু লাইন এলো, বুকে কিছু শব্দ বাজলো অমনি তাকে নিজে নিজে আওড়ে নিই। এইতো আমি ভাবুক, আমিই কবি, আমিই পাঠক, আমিই শ্রোতা। শুধু কোনো কলম নেই, লিখে রাখার চাপ নেই, টুকে রাখার মোহ নেই। আমি মুক্ত। শব্দের পাশে শব্দ বসিয়ে কবিতা কবিতা তুমি খেলো, তারপর সেই খেলার কমেন্ট্রি আর কেন লিখি গোছের গবেষণাপত্র লেখো। তোমার জানানোর দায়, আমার অনুভবের তাড়না। যদি কখনও মনে হয় নিজেকে নিজের ভোগ চড়িয়ে অন্যদেরও খাওয়াবো, সেদিন নিশ্চিত কবিতা লিখবো। ততদিন কেবল কবিতা বলে যাবো, বলেই যাবো। কবিতা লেখার দায় বা তাড়া কোনোটাই আমার নেই