আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ রুনা শর্মা দত্ত (শিলিগুড়ি)

নিয়তি

শুরু থেকে শেষ
বা শেষ থেকে শুরু
নাহ এভাবে কিছু হয় না।

সময় ফুরিয়ে আসে
আলবিদা আলবিদা সুর
ধীরলয়ে বেজে যায়

শুধু আমি বা তুমি যেখানে ছিলাম
সেখানেই নির্বাক দাঁড়িয়ে থাকি
হয়তো এটাই নিয়তি এটাই পরিণতি।

আসলে সারাজীবন পাশাপাশি
থেকে যাওয়ার পরে উপলব্ধি হয়
আমরা কোনোদিনই কাছকাছি ছিলাম না।

Spread the love

You may also like...

error: Content is protected !!