মার্গে অনন্য সম্মান রাজশ্রী সেন (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৩
বিষয় – মানবিক
রেড ভলান্টিয়ার্স
তোমরা নিরস্ত্র সৈনিক,
তোমরা উদার,তোমরা মানবিক,
তবু বুকে আছে অসীম সাহসিকতা,
আর অদম্য ইচ্ছার প্রবল জোয়ার,
আছে দুর্বার পথচলা।
দেশমাতৃকার ক্রন্দনধ্বনিতে তোমাদের অশ্রু ভেজে,
মানুষের পাশে থাকার মন্ত্র নিয়েছো মনে।
সেবাই তোমাদের জীবনাদর্শ,
অগ্নিপথে সামিল হয়েছো,নেইকো মৃত্যুভয়।
মহামারীর ক্ষিপ্ততায় যখন সকলে রুদ্ধ করেছে দ্বার,
তখন তোমরা নেমেছো রাস্তায় বাড়িয়ে সাহায্যের হাত,
পরেছো শপথের মালা মুমূর্ষু উদ্ধারের,
চেতনা জুড়ে আত্মহুতির সংগ্রাম।
নিরন্নকে দিয়েছো অন্নের ভাগ,বিবস্ত্রকে বস্ত্রের উপহার,
কর্তব্যের ভাঁজে রাখোনি কখনো দূরত্বের ব্যবধান।
তোমরা মানো না কোনো রাজনীতি ,
তোমাদের অন্তরে রয়েছে নীতির রাজ্য,
মমতার ডোবে বাঁধা আছে সত্ত্বা,
সহমর্মিতার যোগানে ভরসার আশ্বাস।
সৈনিক তোমরা অধিকার কেড়েছো দায়িত্ব পালনের তরে,
তবুও নির্লজ্জতা মুখ ঢেকে হাঁটে ক্ষমতার উল্লাসে।।