অ আ ক খ – র জুটিরা

রাগ নাকি অভিমান?

রাগ আর অভিমান সমধর্মী দুটো শব্দ হলেও অর্থ বহন করে পুরোপুরি বিপরীতধর্মী। অদ্ভুত যেন সমীকরণ। আমরা কথায় কথায় বলি এত রাগ করিস কেন?
খুব ঠান্ডা মাথায় ভাবলে দেখা যাবে সেটা কি আসলেই রাগ নাকি অভিমান!
এই দুইয়ের সমতা বজায় না রাখতে পারলে ভেঙে যায় অনেক অন্তরঙ্গ সম্পর্ক। রাগ আর অভিমানের জটিলতায় বাড়ে দূরত্ব। পাহাড় তৈরি করে মিষ্টতায়। যেন গড়ে তোলা তাসের ঘর ভেঙে যায় এক লহমায়। তখন আর ফেরার পথ থাকে না। সবই যেন বেচাল। একটা চালের ভুলে সব চুরমার।
তাই সম্পর্কের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো এই রাগ এবং অভিমানের সমীকরণ। ব্যালেন্স করতে পারাটাই হলো আসল রহস্য। যেই রহস্য ভেদ করতে পারলেই আপনি রাজা থুড়ি রানী…

অনিন্দিতা ভট্টাচার্য্য

Spread the love

You may also like...

error: Content is protected !!