দিব্যি কাব্যিতে রেজুয়ান সরদার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তোমার আগমনে
শোনো না! কাছে এসো!
একটু বোসো, আমার পাশে;
বেশি সময় লাগবে না যে,
তোমায় কিছু বলার আছে।
জানো?
জ্যোৎস্না রাতের আকাশেতে,
চাঁদের ঠিক ঐ পাশে,
তেপান্তরের মাঠ পেরিয়ে
তোমার মুখটি ভেসে আসে।
সূর্য-তারার, রাতজাগা দিন
আলোক-ভেজা প্রাণ,
ফাগুনের মৃদুমন্দ বাতাস,
বয়ে আনে তোমার ঘ্রাণ।
এখন বুঝি খোলা চুলে
দাঁড়িয়ে ছাদের ‘পরে,
হিসেব কষে দেখি তবে,
তোমার দেখা পাওয়ার তরে।
আলতো হাতে গুছিয়ে শাড়ি
এলো চুলের মাঝে,
রূপকথার কোন পরির মতো
আজ লাগছে তোমার সাজে।
বাতাস ভরা চিকন গানে
তোমার সুরের মূর্ছনায়;
উদ্বেলিত ব্যাকুল এ মন,
তোমায়, না পাওয়ার বেদনায়।
আমার তো রাত নামে না,
দিন হয় না ভোরে,
বসন্তের ঐ কোকিল ডাকে
মনের ঐ গোপন কুটিরে।
সুখ না পেলাম, পেলাম তোমায়
না হয় সুখের বিসর্জনে,
মোর সুখের সাগর মুখিয়ে আছে
সখী! তোমার আগমনে।।