কাব্যক্রমে রেজুয়ান সরদার

১| অব্যক্ত
বৃষ্টিটা অবিকল তোমার মতন,
ভিজাতে এসেও পারল না,
তার ফুঁপানিতেই সব শেষ,
বর্ষালো না গোপন ব্যথাগুলো ।
হয়ত বলার ছিল অনেক কিছু,
কিন্তু তার আর বলা হল না ।
বেদনার তীব্রতায় চাপা রইল,
অন্তহীন মনের কথাগুলো ।
পারবে কিনা বলতে,জানিনা;
কিন্তু আমার জীবনে এখন,
ঐ বৃষ্টিতে ভেজা খুব প্রয়োজন,
নিষ্পত্তি মেটাতে মনের ক্ষুধা ।।
২| লিখতে চাই
ভাষা সব অগোছালো
শব্দরা এলোমেলো
দিনরাত যায় আসে
মনের আবেগে ভাসে
তবু অর্থের পূর্ণতা নাই।।
ছন্দরা আসে না
ব্যকরণ? গায়ে ঘেঁষে না
বাক্যের ব্যবহার
সর্বদা খুঁজি তাই।।
বুঝিনা কবিতা কী,
কী এই লেখালেখি,
দেখি চারিদিকে যেথা,
মেতেছে কবিরা হেথা,
শুধু আমার মনে হয়
এসব আপদ-বালাই।।
নীরেন্দ্রবাবু রবিঠাকুর
খ্যাতনামা শেক্সপিয়ার,
লেখনী-তে আছে যার
ছন্দ ও কাব্যের বাহার;
বুঝি কি অতশত!
লিখেছি নিজের মতো!
নেই ছান্দিক মিল
কাব্যতেও গোঁজামিল।
লিখলাম নিজ থেকে,
লিখতে যে ভালো লাগে।
আমি শুধু লিখতে চাই
তবু, তা যে পারি নাই।।