কাব্যানুশীলনে রেজুয়ান সরদার

বছর পেরিয়ে যায়
বছর পেরিয়ে যায়, একটা-দুটো;
তবু আজও তোমার নামে শিরশিরানি
চির নতুন, ঠিক প্রথম দেখা
তোমার কপালের ছোট্ট কালো টিপের মত।
অপেক্ষায় ফুলে ওঠা তোমার ঠোঁটের লালীমায়
মনের ক্ষোভ অভিযোগ, বাকা চোখে তাকানো,
শিরশির করে ওঠে, মনের চিলেকোঠায়।
কলেজ ক্যাম্পাসে যেই না একটু্ তাকিয়েছি,
একটু কথা বলেছি অন্য রমণীর সাথে,
অমনি তোমার শাসন-চোখরাঙানি;
তারপরে, তোমার অভিমান ভাঙিয়ে
আবার আলতো আলিঙ্গন।
কতবার ভেবেছি, শুধু একটিবার,
তোমায় নীল শাড়িতে, নীলে নীলাভ
ভুবন জগতময় নীলাভ আভরণে;
বসন্তের রঙ নীলে নীলাচল,
তোমার কপালে ছোট কালো টিপ,
সাজিয়ে, শুনিয়ে বলব সকলকে
‘ভালোবাসি’, ‘ভালোবাসি’।
তরুলতার ফুল দেখুক বসন্ত,
বর্ষার কেতকী-কদম,
আর মোহিত বাতাসে সৌরভ তোমার
আজও বয়ে আনে, ভালোবাসার;
সেই প্রথম দেখার,
সেই হাতে হাত রাখার;
টানা রিক্সায় পাশাপাশি,
ছাদ নামিয়ে বৃষ্টিতে ভেজার।
রেললাইনের ধারে প্রথম আলিঙ্গনের;
বন্ধুদের চোখ এড়িয়ে
চোখে চোখে কথা বলার।
মনে পড়ে তোমার হৃদয়ের কলতান,
আমার স্পর্শে বিহ্বল তোমার ঠোঁট;
স্মৃতি আজও রঙিন,
শুধু বছর পেরিয়ে যায়, স্বপ্নের মতো।।