কবিতায় পদ্মা-যমুনা তে রুদ্র সুশান্ত

কেমন যেনো লাগে
তোমাকে ভালোবাসার যে প্রতিজ্ঞা নিয়ে জন্মেছিলাম;
তা ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে।
আমি হয়তো আর প্রেমিক নই, আমি হয়তো আর কবি নই
আমার কলমে জং ধরেছে, মনে ময়লা জমেছে।
আমার হাতে আর না হবে কবিতা, না হবে প্রেম।
এই না পাওয়া এবং না হওয়ার অতৃপ্তি নিয়ে আমার বয়স দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
কদম ফুটে, হাসনাহেনা ফুটে ঝরে যায়,
আমাকে আর আগের মতো ভাবায়-ই না।
না গোধূলি না সুতীক্ষ্ণ প্রাতঃভোর, না কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ, না চাঁদের মোহনহারা আলো
কোন কিছুই আমাকে আর আগের মতন বক্ষপিঞ্জরে ডাকে না।
আমি অনেকটা প্রেমহীন অনাথে পরিণত হয়েছি।