কাব্যানুশীলনে রেজুয়ান সরদার

তুমি এমন চোখে তাকিয়ো না

তুমি এমন চোখে তাকিয়ো না,
বৃষ্টির লোলুপতা থামবে না।
অঝোরে নেমে আসবে স্বর্গ থেকে মর্ত্যে,
শুধুমাত্র একটু স্পর্শের তরে।
এমনভাবে তাকিয়ো না,
নইলে সূর্য মুখ তুলবে না,
পাছে দাগ না পড়ে তোমার সৌন্দর্যে।
রাত তো হয়ত পোহাবে না,
সূর্যের সাধ চাঁদের আলোয় মেটাবে সারা রাত ভরে।
অমনভাবে তাকিয়ো না!
শান্ত হোক ব্যাকুলতা,
শান্ত হোক হাওয়ার ছটফটানি,
নদীর ঢেউয়ে জোয়ার থামুক,
ধরণী দেখুক সবুজ ভোর।
তুমি অমনভাবে তাকিয়ো না!
হৃদের যত অস্থিরতা,
যাক চলে সব এক নিমেষে!
নদীর তীরে, বটের তলে,
রাখালই বা ঘরে ফেরে কী সে!
এমনভাবে তাকালে পরে,
মেঘের যত গজরানী,
থামবে যত ঘড়ির কাঁটা,
বাড়বে সবার হয়রানি;
তবে এমনভাবে তাকিয়ো না আর,
কমতে দাও ঠোঁটের অস্থিরতা,
মনের যত ইচ্ছা গুলো থাকুক গহীন অন্তরে!
নইলে, অমনভাবে তাকালে পরে,
বাড়বে যতই সন্দেহ,
সকল বাঁধন ছিন্ন হয়ে
বের হবে গোপন রঙ গুলো।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।