কবিতায় বলরুমে রূপক সান্যাল

অপ্রকাশিত গল্পগুলো
ল্যাক্টোজেনের কৌটোগুলো চাকরি খুঁজতে বেরিয়েছে।
অরণ্যের বিপরীত একটা জঙ্গলে চলছে তাদের আঁতিপাতি খোঁজা
আকাশে অমাবস্যা, মাটিতে লোডশেডিং।
ল্যাক্টোজেনের কৌটোয় এখন শুকনো লঙ্কা ভরা আছে
শুকনো লঙ্কা ভরা ল্যাক্টোজেনের কৌটো চাকরি খুঁজছে —
জঙ্গল পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে নদী, নদী পেরিয়ে রাজার বাড়ি
চিটচিটে অন্ধকার এই জঙ্গলেই রাজার সিংহাসন তৈরি হয়,
সিংহাসনের সবটুকু অন্ধকার এই জঙ্গলেই ঢেলে দিয়ে যায় সেপাইরা
আমরা দেখি, আমাদের দেখতে ভালো লাগে, অথবা
দেখতে ভালো লাগে না। তবুও আমরা দেখি
ল্যাক্টোজেনের কৌটো গড়িয়ে চলে চাকরির খোঁজে,
মাঠ পেরিয়ে বন, বন পেরিয়ে নদী, নদী পেরিয়ে রাজার বাড়ি … …
ওদের গল্প লেখা হতেই থাকে — কোথাও প্রকাশিত হয় না।