কবিতায় বলরুমে রূপক সান্যাল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বন্ধু
সময় বলেছিলো, ‘আমার দিক থেকে কোন চিন্তা কোর না, প্রতিটি সেকেন্ড আমি তোমাকে উজাড় ক’রে দেবো। তুমি বরং অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করো …’
বৃক্ষ বলেছে, ‘যেটুকু আমার নিজস্ব, তার সবটাই তুমি পাবে, কথা দিলাম। অন্য আর যা কিছু দরকার সেগুলো জোগাড় করো …’
মাটি বললো, ‘আমাকে বলতে হবে না, আমার এতো বড় বুক থাকতে তোমাকে কোনদিন নিরাশ্রয় হ’তে দেবো না। তুমি বরং অন্য দিকগুলো দেখো। সবই তো আমার হাতে নেই …’
নদী বাড়ি ব’য়ে এসে ব’লে গেছে, ‘তোমার চোখে তো আমার চেয়ে বেশি জল নেই! অতো ভাবছো কেন, আমি তো রয়েইছি’
সূর্য হাত নেড়ে ব’লে গেলো, ‘আছি ভাই, সবার সাথে আমার কথা হয়ে গেছে, সময় মতো পৌঁছে যাবো। তোমার বন্ধুদের ব’লে রেখো, তারা যেন পাশে থাকে … …’
বন্ধুরা সবাই বাজারে গেছে, একই সাথে তাদের সবার ঘরেই চাল বাড়ন্ত।
বছর পেরিয়ে যায়, নদী সূর্য মাটি সময় বৃক্ষ সবাই আমার পাশেই আছে, কিন্তু বন্ধুরা আজও ফিরলো না …