হৈচৈ কবিতায় রাজশ্রী রাহা চক্রবর্তী

সিংহ মশাই
বসে আছেন সিংহ মশাই
বনের রাজা তিনি ,
কেশর তাহার নিয়ে বাতাস
খেলছে ছিনিমিনি !
আকাশ জুড়ে মেঘের খেলা
উদাস সিংহ মশাই ,
বৃষ্টি যদি না ই আসে
তবে কেন বড়াই ?
হঠাৎ এল বৃষ্টি ঝেঁপে
মাঠ ছাড়িয়ে বন পেরিয়ে ,
সিংহ মশাই হেলেদুলে
শুয়ে পড়েন গা এলিয়ে।।
প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
ফুল বনে থাকো না কি ?
ফুলে ফুলে মধু খেয়ে
খুশি হয়ে ওঠো দেখি !
মৌবনে গান গায়
মৌমাছি এক ঝাঁক
একখানা উড়ে এসে
ফুল বনে পাড়ে হাঁক
মৌমাছি দেখে চায়
প্রজাপতি ত্বরা
এ কী রূপ আহামরি
পিত কালো ডোরা
ভয় হয় বাঘ নাকি
পতঙ্গ মাঝে !
কাছে গেলে কামড়াবে
বাঘ মামা সাজে ?