মেহেফিল -এ- শায়র রুমী রহমান (নির্বাচিত কবিতা)

স্বপ্নভিটা

বলেছিলি গড়ে দিবি, স্বপ্নভিটায়
দুই চালাতে ঘর,
জোছনাফুলের শাড়ী দিবি, নাকের বেশর
হোকনা যতোই দর ।
গাছগাছালি,পাখ পাখালি, রইবে আমার
ছোট্ট উঠান জুড়ে
সন্ধ্যেবাতি জ্বালবো সুখে, দুই চালাটির
মাটির দাওয়ার পরে ।
আশায় আশায় দিন কাটে,আর রাত্রী কাটে
নিদহারা দুই আঁখী
স্বপ্নভিটার চারাগাছে স্বপ্ন নামের
ফুল ফুটিয়ে রাখি ।
এমনি করেই দিন পেরিয়ে, রাত্রী শেষে
নামে সাদা ভোর,
স্বপ্নভিটার দুই চালার এই দাওয়াত বসে
স্বপ্ন বুনি তোর ।
জোছনাশাড়ী, নাকের বেশর, আরো কতো
স্বপ্ন সাজাই রোজ,
সময়স্রোতে ভেসে গেছে দুই চালাটা, স্বপ্নভিটার
পাইনি কোন খোঁজ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।