প্রবাসী ছন্দে রতন রহমান

মায়ের জমিন
সেদিন গেলাম গ্রামের বাড়ি অনেক বছর পর,
কোথায় গেলো বটের সারি ছোট্ট কুঁড়ের ঘর।
কোথাও খুঁজে পেলাম না সেই সারি সারি গাছ,
গাঙের জলে জেলের নৌকো নানান জাতের মাছ।
লতায় পাতায় ঘিরে আছে জিতেন মাঝির ঘাট,
কোথায় গেলো দল বেঁধে সেই বিশাল খেলার মাঠ।
মেঠোপথের পাশে ফোটা রংবেরঙের ফুল,
পাখির বাসা শুকনো পাতা ভাঙা নদীর কূল।
খবর নিতে গেলাম ছুটে সবার ঘরে ঘরে,
খেলার সাথী বন্ধু সুজন যাদের মনে পড়ে।
ভাঙলো আমার পাঁজরখানা দুঃখের খবর শুনে,
যাদের আশায় গেলাম আমি হাজার স্বপন বুনে।
চলে গেছে রহিম করিম এই দুনিয়া ছেড়ে,
আছে যারা রোগে শোকে কষ্ট গেছে বেড়ে।
বাড়ির পিছে চেয়ে দেখি ধান কাওনের মাঠ,
সবখানেতেই ইটের দালান প্রানপ্রিয় তল্লাট।
নেইতো গাঁয়ের পুকুর ডোবা জংলা-জলা-নদী,
শিল্পায়নের তপ্ত হাওয়ায় গিলছে নিরবধি।
সবাই মিলে কাজ করিলে যায় কী ফিরে আনা???
পাখিডাকা ছায়াঢাকা মায়ের জমিনখানা??