কবিতায় রুবি রায়

বিপ্লব
সূর্য ভৈরবী রাগের আরাধনায় মত্ত হয়ে
ধীরে ধীরে পাড়ি দেন আকাশ আসনের মাঝে।
মা তার পাশ দিয়েই হেটে আসে
চলিত আঁচল কোমরে গুঁজে
লক্ষ্যভেদ ভঙ্গিমায় ঢুকে পড়ে পাশের জঙ্গলে —
সেখানেই ঘুম পাড়িয়ে রেখেছে তিনটে পেটের নিস্ফল অনশন ।
কোনো সূর্য মন্ত্র তাকে জ্বালানোর সাহস পায়না
কারণ সে জানে রান্নাঘরে জন্ম নেওয়া প্রতিটি বিপ্লবীদের বেঁচে থাকতেই হবে ।