কবিতায় রুবি রায়
by
·
Published
· Updated
বসন্তের অ্যাডিনিয়াম
কনে দেখা আলো তোমার মধ্যমা জুড়ে তৈরী করুক সিকুইন স্মৃতি কুঠুরি ।
আর আমার নাদানি এঁকে দিই দুই ভুরুর মাঝে ।
অলকানন্দা বিকেলে তোমার কনুই
দিয়ে গড়িয়ে পড়া টক জলে লেখা থাক সোমবারের প্রতিশ্রুতি ।
এরপর দক্ষিণ থেকে ৮৫° টার্ন নিয়ে তোমার লটকনের পাল ধরে শিষ দিয়ে আসব দুটো সোনার খনির মাঝে —
আমার চাতক ডাকা ঘুমের তৃপ্তি হোক ।
স্বার্থপর হব । পর্দা সরিয়ে কোনো গোপন ভবিষ্যৎ-এ ছড়িয়ে দেব আমার গণতান্ত্রিক অধিকার ।
গ্রাহাম বেলকে শোকজ করে আমরা মধুচাঁদ দেখব কলেজস্ট্রিটে ।
বিহু দুলুনিতে আচ্ছন্ন হয়ে থাকবে বেসামাল চুমু —
যখন বসন্তের অ্যাডিনিয়াম গোড়ায় তুমি আমার হাতের এক নারিশড মূর্তি।