মার্গে অনন্য সম্মান রীতা রায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮১
বিষয় – মাস্টারদা সূর্যসেন
মাস্টারদা
সূর্য লাল হয়ে ওঠে এখনও..
সূর্যরশ্মি স্পর্শ করে বাংলার মাটি উষশীবেলায়
বর্ণচ্ছটায় মিশে আছে মাস্টারদা সূর্যসেনের রক্তঋণ !
শক্ত মুঠো ধীরে ধীরে খোলে, প্রসারিত হাত..
সূর্য রক্তে স্নাত বাংলার নতুন প্রভাত !
কলকল শব্দে বয়ে চলেছে বুড়িবালাম নদীর জল..
ছলছল নেত্রে গেয়ে যায় শহীদের জীবন গান,
যে গানের স্বরলিপিতে বিপ্লবী মূর্চ্ছনা..
ছন্দে ছন্দে বইছে প্রতিবাদী জলপ্রপাত ..
রক্তধারায় প্লাবিত বাংলার নতুন প্রভাত!
হে মাস্টারদা ! হে সূর্যসেন ! হে মহাবিপ্লবী !
যে বাংলার জন্য রক্ত ঝরিয়েছ,
প্রাণের বিনিময়ে শিখিয়েছ.. বিপ্লব কারে কয় ?
সে বাংলা তোমার আপন হয়নি.. ছিন্ন আত্মিকবন্ধন!
ক্রন্দন ভাসে বাতাসে, উপমায় শুধু সংঘাত
রক্তঋণে জর্জরিত বাংলার নতুন প্রভাত !