কবিতায় স্বর্ণযুগে রথীন পার্থ মণ্ডল (গুচ্ছ কবিতা)

তেরোটি পঞ্চবাণ কবিতা

১| মানা না মানা

মানতে না চাইলেও মানতে হয়
পারতে না চাইলেও পারতে হয়
হারতে না চাইলেও হারতে হয়
জিততে না চাইলেও জিততে হয়
বলতে পারো চাইলে কি হয়?

২| আসবে কি ফিরে?

ভালোর ভালো আর মন্দের মন্দ
রোজই খুঁজে বেড়িয়েছি শুধুই দ্বন্দ্ব
জেতার গল্প শুনতে শুনতে ক্লান্ত
হারার গল্প শুনি হয়ে শান্ত
বিদায়বেলায় আসবে কি ফিরে ছন্দ?

৩| প্রসাদ

পুজো, জীবন, মৃত্যুর প্রসাদে মাতি
মেতে থাকি আরাধনার মাঝে আজও
মন শুধু চায় ভালোবাসার জয়গান
ভালোবাসা, বিরহের জয়গান গাইতে গাইতে
ভালোবাসার প্রসাদ বিলোতে পারলাম কই?

৪| অপেক্ষারত

সেদিন ভুলতে পারিনা আজো আমি
যেদিন তোমার চোখে জল দেখেছি
স্বজন হারানোর জন্য কান্নাও দেখি
স্বজন আসার জন্য নয়, যাবার
জল মোছানোর স্বজনের অপেক্ষায় থাকি।

৫| না বলা কথারা

অনুভূতির গল্পটা বলা হয়নি আজও
অব্যক্ত কথারা ধরা দেয় এখনও
প্রতিটি‌ প্রাত্যহিক জীবনে সবার মাঝে
কেউ পায় শুনতে, কেউ নয়
তবুও দেরি হয়, ভাসে তরী।

৬| খুঁজে ফেরা

অপরিচিতের মাঝে খুঁজে বেড়াই পরিচিতকে
পরিচিতের মাঝে খুঁজে বেড়াই অপরিচিতকে
মাটির মাঝে খুঁজে বেড়াই মাটিকে
বাতাসের মাঝে খুঁজে বেড়াই বাতাসকে
নিজের মাঝে খুঁজি কি নিজেকে?

৭| জীবন

জীবনকে দেখেছি আমার মতো করে
জীবনকে দেখিনি সবার মতো করে
জীবন দেখায় জীবনের মানে খোঁজা
প্রকৃতি মানুষের মাঝে রেখে যাওয়া
জীবনই ধরা দেয় আসল জীবনে।

৮| কে আপন?

তোমার জন্য উতলা হয়েছি রোজ
তোমার কাছে তোমার করেছি খোঁজ
তোমার মাঝে রেখে যাই নিজেকে
নিজের মাঝে ফিরে পাই তোমাকে
বলো, কে আপন, তুমি আমি?

৯| কোথায় রাখি?

নিজের কাছে ঢেকেছি রেখে নিজেকে
তোমার কাছে ঢেকেছি রেখে তোমাকে
কাজের মাঝে লুকিয়ে রাখি কাজকে
সময়ের মাঝে লুকিয়ে রাখি সময়কে
প্রকাশ কোথায় রাখবো বলতে পারো?

১০| ভালোবাসার খোঁজে

যন্ত্রণা পেতে পেতে যন্ত্র ভালোবাসি
মন্ত্রণা পেতে পেতে মন্ত্র ভালোবাসি
উত্তাপ পেতে পেতে আর্দ্রতা ভালোবাসি
আর্দ্রতা পেতে পেতে উত্তাপ ভালোবাসি
দিনের মাঝে রাতকে ভালোবাসলাম কই?

১১| লুকানো প্রকাশ

কষ্টের মাঝে লুকিয়ে রেখেছি কষ্টকে
নষ্টের মাঝে লুকিয়ে রেখেছি নষ্টকে
দিনের মাঝে প্রকাশ করেছি দিনকে
রাতের মাঝে প্রকাশ করেছি রাতকে
নিজের প্রকাশ কোথায় খুঁজে যাই।

১২| ক্লান্ত

ক্লান্ত হয়েছি বিক্রি হতে হতে
ক্লান্ত হয়েছি বিক্রি করতে করতে
ক্লান্ত হয়েছি বিলিয়ে দিতে দিতে
ক্লান্ত হয়েছি গ্রহণ করতে করতে
ক্লান্ত হবার কারণ খুঁজি রোজ।

১৩| খুঁজে চলি কারণ

কারণে অকারণে কারণ খুঁজি রোজ
চলার পথে কারণ খুঁজি রোজ
ভালোবাসার মাঝে কারণ হই রোজ
দেওয়া নেওয়ার মাঝে কারণ খুঁজি
তোমার কাছে কারণ খুঁজি বাঁচার।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।