T3 || Valentine’s Day Special || সংখ্যায় রথীন পার্থ মণ্ডল

প্রতিশ্রুতি
শেষ যেবার আবীর খেলেছিলাম তোমার সাথে
মনে পড়ে দোলা?
সেবার লাল রঙের আবীরে
গোটা মাথা রাঙিয়ে দিয়েছিলাম তোমার ।
তোমার সাথীরা হেঁয়ালি করেই বলেছিল—
‘সিঁথিটাও রাঙা হয়ে গেল তোর।’
তোমার সিঁথি রাঙিয়ে দেওয়ার
প্রতিশ্রুতি ছিল আমার।
পলাশ শিমূল আর রক্তিম আবীরকে সাক্ষী রেখেই,
আজ তুমি অনেক দূরে দোলা।
মনের গহীন অন্ধকার ভেদ করে
তুমি কি আজও দেখতে পাও সূর্যের রক্তিম আভা?
পলাশ রাঙা ফাগুনের বিকেলে
তুমি কি শুনতে পাও ‘খোল দ্বার খোল?’
স্বর্ণালী সন্ধ্যায় তুমি কি এখনও হারিয়ে
যাও দূরে, সাঁওতালী বাঁশির সুরে?
তুমি যে এখন অনেক দূরে,
যেখানে তোমার নাগাল তুমিই পেতে পারো।
এখনো বসন্ত আসে এ পোড়া জীবনে,
আকাশ বাতাস রাঙা হয় শিমূল পলাশ আর আবীরের রঙে।
হৃদয়ের সমস্ত রং উজাড় করে
রংহীন বসন্তে আমি জেগে থাকি
রাত জাগা শুকতারার দিকে।