T3 || আমি ও রবীন্দ্রনাথ || সংখ্যায় রথীন পার্থ মণ্ডল

রবি ঠাকুর
মনুষ্যত্বের অকাল বিনষ্টিতে
দুর্নীতির আখড়ায় আকাশে ঘোর
কালো অন্ধকার, বজ্রের ব্যর্থ
আস্ফালন ; নাম-গন্ধ নেই বৃষ্টির।
তবুও তুমি আছো আমার প্রাণ জুড়ে
উজ্জ্বল, শুভ্র ; অমৃতের স্বাদ,
অক্ষয়, অনির্বাণ তোমার বাণী।
মনের কোণে দীপ জ্বালিয়ে বারে বারে
হৃদয়ে টেনে আনি সকল মানুষকে
তাদের তুমি মুক্তি দাও তোমার আকাশে।