ক্যাফে কাব্যে রুদ্রপলাশ মণ্ডল

বালি
মহাসাগরের বালি ছুঁয়ে বসে আছি
শুনতে পাচ্ছি
অদৃশ্য আর্তনাদের অবিন্যস্ত সুর
যেন বিঁধে যাচ্ছে বিষণ্ণতা দিগন্তের সীমানায়
তবু শ’য়ে শ’য়ে
নীলাভ ডালের ঝাউ আদিম সংরাগে হাতছানি
কেন দেয় প্রতিটি চোরাবালির চরে?
জানি কামিনীর রাত যত গভীর হবে ততই বেড়ে যাবে
ক্রমিক গর্জন আর শাসানির ক্ষত
তাই বুঝি
বাষ্পীয় ঔদ্ধত্য ছেড়ে
কাঞ্চন ঘাতক কখনও দেবে না ধুয়ে
লোনাজলে কান্নার উদ্ধৃতি
হায় সীমাহীন জলরাশি
তোমার ডানাতে দেখি
নিদারুণ ব্যর্থতা এবং
বুকের ভেতরে জ’মে অনন্তের বালি।