সম্পাদকীয়

“ সাম্যের গান গাই-
আমার চোখে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর।”

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা এক অনবদ্য সৃষ্টি। গত ১১ই জ্যৈষ্ঠ পালিত হল তার ১২৪ তম জন্মজয়ন্তী। কাজী নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবন। তাঁর অনবদ্য সৃষ্টি তুলনারোহিত। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য গ্রন্থ গুলো হল- অগ্নিবীণা,সার্বহারা,বিষের বাঁশি, দোলনচাঁপা ইত্যাদি। তাঁর কবিতা ও গান আমাদের অন্তরের অন্তস্থলে চির বিরাজমান। কবির চরণে শতকোটি প্রণাম। ।

রীতা পাল

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।