কবিতায় রবীন্দ্রনাথ প্রধান

আমার কলম চায়
আমার কলমের চাই না সনদ, মেমেন্টো,
চাই না তার সাহিত্য-সভাগৃহে অভ্যর্থনা;
চাই না তার সংকলনের সৌজন্য কপি,
চাই না তার মেডেল কিংবা উত্তরীয়।
সে চায় প্রতিটি সংসার যেন না ভাঙে,
প্রতিটি সদস্য পরুক শান্তির উত্তরীয়।
সে চায় প্রতিটি সম্পর্ক থাক অটুট,
দু-জনের গলায় ঝুলুক প্রেমের মেডেল।
সে চায় প্রতিটি দেশ থাক অবিভক্ত,
প্রত্যেকে পড়ুক সম্প্রীতির সংকলন;
যুদ্ধের জ্বলন্ত আগুন নিভে যাক ত্বরায়,
প্রত্যেকের হাতে থাক শান্তির সনদ।
কালি ফুরোবার আগে সে কলম চায়—
অনেক সভা হোক, প্রেরণা-চর্চা হোক;
প্রত্যেক শৈশব যখন যুবক হবে
হাতে ধরুক শৈশব-পুষ্টির স্মারক।