সম্পাদকীয়

আর মাত্র একদিন পরেই আমরা উদযাপন করব স্বাধীনতার ৭৭তম বর্ষ। এতগুলো বছর আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্তু এখনো বেশ কিছু কুসংস্কার আমাদের পিছু ছাড়েনি।
মানুষ চাঁদে যাচ্ছে আর আমরা এখনও তন্ত্র-মন্ত্র বিশ্বাস করি। বিশ্বাস,ভরসা করি কোন তান্ত্রিক সাপে কাটা রোগীকে ভালো করে দেবে। তাকে হসপিটালে না নিয়ে গিয়ে আমরা ওঝার কাছে ছুটি। এখনো জাতপাত ধর্মান্ধতা নিয়ে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছি। ডাইনি সন্দেহে মানুষকে পুড়িয়ে মারছে,নগ্ন করে মানুষকে রাস্তা দিয়ে হাটাচ্ছে। ভাবতেই অবাক লাগে, এই দেশ নেতাজীর দেশ! এই দেশ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদার দেশ!
কত স্বপ্ন নিয়ে স্বপ্নদীপ যাদবপুরে পড়তে এসেছিল। তার সব স্বপ্নগুলো অকালে হারিয়ে গেল। তার তো এমন হওয়ার কথা ছিল না। কত আশা নিয়ে আমরা মা-বাবারা সন্তানদের একটু একটু করে বড় করে তুলি।হায়ার এডুকেশনের জন্য পড়তে পাঠায়। আর সেখানেই যদি এমন দুর্ঘটনা ঘটে! একমাত্র মা-ই জানে সন্তান হারানোর ব্যথা কতটা। আর স্বপ্নদীপের মত যেন কাউকে হারিয়ে যেতে না হয়। ওর আত্মার শান্তি কামনা করি।
রীতা পাল