সম্পাদকীয়

আমার মা খুব ধর্মে বিশ্বাসী মানুষ। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কিন্তু আমার বন্ধু-বান্ধব নিয়ে আমার মায়ের কোন ছুঁতমার্গ ছিল না।
আমাদের ঠাকুরঘর সবার অবারিত দ্বার। ক’দিন আগেই জন্মাষ্টমীর পুজো হলো। মা বন্ধুদের জন্য একটা টিফিন কৌটোয় নারকেলের নাড়ু, তাল ফুরুলি, মালপোয়া, সন্দেশ সব ভরে দিলেন। আমি, সেলিনা, জেসমিন, জয়া, কিংশুক , অভি, আলী সবাই ভাগ করে খেলাম। শেষে তো মায়ের হাতের তৈরি নারকেল নাড়ু নিয়ে কাড়াকাড়ি।ঠিক এই ভাবেই আমরা, সেলিনা ও আলিদের উৎসবে সিমাই খাই । এটাই আমাদের বন্ধুত্ব, এটাই আমাদের ভালোলাগা। না, আমাদের আলাদা কোন ধর্ম নেই। আমাদের একটাই দেশ।যার নাম ভারতবর্ষ। আমাদের একটাই রবি ঠাকুর আছে। আমাদের একটাই নজরুল আর আছে আগুন পাখি নেতাজি সুভাষ চন্দ্র বোস।
” বল, বল, বল সবে, শত বীণা-বেণু-রবে,
ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে।”
রীতা পাল