সম্পাদকীয়

 

বাংলার ঘরে ঘরে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন চৌদ্দ শাক খাওয়া ও চৌদ্দ প্রদীপ জ্বালানো রীতি আছে। কেন এই রীতি?
সেই দরজা দিয়ে পরলোক গমন করা আত্মারা নিজেদের গৃহে ফিরে আসেন। তাই পিতৃকুল ও মাতৃকুলের চৌদ্দ জন অশরীরী আত্মারা নেমে আসেন গৃহস্থের বাড়িতে। হিন্দু ধর্ম মতে, মৃত্যুর পর আত্মারা প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায়। একে বলে পঞ্চভূত। এদিন চৌদ্দ শাক খেয়ে ও চৌদ্দ প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্যই এই রীতি।

রীতা পাল

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।