মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জী (সেরার সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৯
বিষয় – কাঁচের ঘর / নৌকাডুবি
আরশিনগর
রঙীন কাঁচের শার্সি গলে সারাটি ঘর জুড়ে
সোহাগী রোদের উষ্ণ আদর ছড়ানো ছিটানো আছে।
আমি চলেছি বুনে নক্সীকাঁথা সেই রোদেরই ওমে।
সম্পর্কের কোলাজে প্রতিলিপি সাজিয়েছি দেয়াল জুড়ে,
রং তুলি দিয়ে এঁকেছি মধুবনী – যামিনী কাঁচের ক্যানভাসে।
সুখ দুঃখের অনুভূতি গুলি রেখেছি যতনে তুলে।
সঞ্চিত যত অভিমান প্রস্তরীভূত জীবনের খেলাঘরে।
অনুভবের কত প্রস্ফুটিত কুসুম ঋতুবদলের সাথে!
গোলাপের জীর্ণ পাঁপড়ি পড়েছে খসে ব্যথিত চিত্তে।
দীর্ঘশ্বাসের উষ্মা জমেছে ঝাপসা দৃষ্টি কাঁচে,
বিন্দু বিন্দু মুক্তো জলে আঁকিবুঁকি কেটেছি বাতায়নে।
নিশীথ রাতে আকাশপানে চেয়েছি নিষ্পলকে
যদি কোনো তারাখসা ধরা দেয় আরশিতে!
দীর্ঘ দগ্ধ প্রহর শেষে অঝরে বৃষ্টি নামে ,
অবিশ্রান্ত শ্রাবণধারা রঙিন কাঁচটি জুড়ে!
যাপনদিনের কত মুহূর্ত জলছবি হয়ে ফোটে।
আমায় ঘিরে গড়ে ওঠা চার দেয়ালের ঘরে,
চেনা অচেনা মুখের ভিড়ে জীবন স্বপ্ন বোনে।
জীবনের পাঠ শিখছি আমি ঘাত- প্রতিঘাতে বাস্তবে।
আজও আমি আগলে আছি জীবনের খেলাঘর,
বড় ভঙ্গুর উত্তাল ঝড়ে বেসামাল কাঁচঘর!
জীবনের পথে দিয়েছি পাড়ি, সাকিন আরশিনগর।
যতনে সাজাবো এই খেলাঘর যতদিন আছি বাঁচি,
বেলাশেষের ডাকে খুলে দেবো সবকটা কাঁচের শার্সি,
অনন্ত আকাশে আলোয় আলোয় তখন আমার মুক্তি!