• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৮
বিষয় – নজরুল শ্রদ্ধাঞ্জলি / শেষ চিঠি / রম্য রচনা

ফিরে এসো নজরুল

ফিরে এসো নজরুল…..
মানবজাতি আজ বিপন্ন প্রতিপদে,
অবক্ষয়ের আঁধারে ক্রমশ হারিয়ে যাচ্ছে মানবতা,
” অসহায় জাতি ” মেরুদণ্ডহীন স্তাবকতায় নিমগ্ন,
” উৎপীড়িতের ক্রন্দনরোল” আকাশে বাতাসে ধ্বনিত,
হারিয়েছে ” প্রতিবাদের ভাষা ” মূক মূঢ় ম্লান মুখে,
পূতি দুর্গন্ধময় জীবনের অভিশপ্ত শৃঙ্খলে!
হে কান্ডারী! ” ডুবিছে জাতি জানে না সন্তরণ ”
তুমি এসে ” সব্যসাচী” সম জাতিরে কর উত্তরণ।
ফিরো এসো নজরুল…..
আরো একবার ” ধূমকেতু ” সম….!
শাসকের ক্রুব্ধরোষে মানুষ আজ ” শায়ক বেঁধা পাখি “!
রাজার তরে প্রশ্ন ছুঁড়লে প্রতিবাদী স্তব্ধ কন্ঠরোল,
ফিরিঙ্গীর দল বিদায় নিলেও জাতি আজও পরাধীন,
নগ্ন ভোগবাদে, গোঁড়ামি, কুসংস্কার, পৃষ্ঠপোষকতায় দিশাহীন!
যুবসম্প্রদায় আজ ব্যক্তিত্বহীন অন্যায় আপোষে পথভ্রষ্ট।
হে সংশপ্তক! ” অগ্নিবীণায় ” ধ্বনিত হোক মাভৈঃ গর্জন,
তোমার দ্রোহের চেতনায় রক্তকণিকা টগবগিয়ে ফুটুক।
” কারার ওই লৌহ কপাট ” ভেঙে হোক খান খান,
স্বৈরাচারী শাসকের বুকে বেজে উঠুক ” বিষের বাঁশী”!
” সৃষ্টি সুখের উল্লাসে ” বিজয়কেতন উড়বে প্রলয়ে মাতি।
ফিরে এসো নজরুল….
আরো একবার হয়ে সাম্যের দিশারী….!
যে নারী ছিল ” পৃথিবীর অর্দ্ধেক আকাশ ”
যে তুমি দেখিয়েছিলে,” পুরুষ – রমণীর নেই কোনো ভেদাভেদ ”
আজ এত বছর পরেও নারীত্বের নির্লজ্জ লুন্ঠনে
নিয়ত বেআব্রু হচ্ছে নারীর ইজ্জতের আভূষণ।
হে তেজস্বী! কোথায় তোমার বজ্র কৃপাণ ক্ষুরধার লেখনী,
কাপুরুষোচিত বিবেকের ঘরে তীব্র আঘাত হানো।
ফিরে এসো নজরুল…
আরো একবার মানবতার পয়গম্বর রূপে…!
সাম্প্রদায়িকতার অনলে ধর্মান্ধ জাতি,
” জাতের নামে বজ্জাতি”তে আত্ম হননে মাতি।
তুমিই তো শুনিয়েছিলে সৌভ্রাতৃত্বের সেই গান…
” মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান “!
হে মহান! দীপ্তকন্ঠে শোনাও মানবদরদী সেই আহ্বান…
মানুষ অমৃতের সন্তান ” এক জাতি এক প্রাণ”!
” মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহীয়ান”!
হে মৃত্যুঞ্জয়ী! তুমি কালজয়ী কবি,
অন্যায়ের প্রতিবাদে আগুন ঝরালো তোমার মসি,
” সর্বহারার” মুখে তুমিই কন্ঠ প্রতিবাদী,
মজলুমের মুক্তিযুদ্ধে তুমি ” শিকল ভাঙার ধ্বনি”।
ম্রিয়মান হীনমন্য জাতির মুখে তুমিই জোগালে ভাষা…
” বল বীর বল উন্নত মম শির ” সগর্বিত বার্তা।
মানুষকে আজ সত্যের সম্মুখে দাঁড় করিয়েছো তুমি,
” আরতির থালা,তসবির মালা আসিবে না কোনো কাজে,
মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে “,
হে কবি,তোমায় আজ বড় বেশি প্রয়োজন জন জাগরণে,
তুমি আরো একবার ফিরে এসো নজরুল…..
আমাদের চেতনে- মননে- জীবনে হয়ে পথপ্রদর্শক ” বুলবুল”।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।