ফিরে এসো নজরুল….
আরো একবার হয়ে সাম্যের দিশারী….!
যে নারী ছিল ” পৃথিবীর অর্দ্ধেক আকাশ ”
যে তুমি দেখিয়েছিলে,” পুরুষ – রমণীর নেই কোনো ভেদাভেদ ”
আজ এত বছর পরেও নারীত্বের নির্লজ্জ লুন্ঠনে
নিয়ত বেআব্রু হচ্ছে নারীর ইজ্জতের আভূষণ।
হে তেজস্বী! কোথায় তোমার বজ্র কৃপাণ ক্ষুরধার লেখনী,
কাপুরুষোচিত বিবেকের ঘরে তীব্র আঘাত হানো।
ফিরে এসো নজরুল…
আরো একবার মানবতার পয়গম্বর রূপে…!
সাম্প্রদায়িকতার অনলে ধর্মান্ধ জাতি,
” জাতের নামে বজ্জাতি”তে আত্ম হননে মাতি।
তুমিই তো শুনিয়েছিলে সৌভ্রাতৃত্বের সেই গান…
” মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান “!
হে মহান! দীপ্তকন্ঠে শোনাও মানবদরদী সেই আহ্বান…
মানুষ অমৃতের সন্তান ” এক জাতি এক প্রাণ”!
” মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহীয়ান”!
হে মৃত্যুঞ্জয়ী! তুমি কালজয়ী কবি,
অন্যায়ের প্রতিবাদে আগুন ঝরালো তোমার মসি,
” সর্বহারার” মুখে তুমিই কন্ঠ প্রতিবাদী,
মজলুমের মুক্তিযুদ্ধে তুমি ” শিকল ভাঙার ধ্বনি”।
ম্রিয়মান হীনমন্য জাতির মুখে তুমিই জোগালে ভাষা…
” বল বীর বল উন্নত মম শির ” সগর্বিত বার্তা।
মানুষকে আজ সত্যের সম্মুখে দাঁড় করিয়েছো তুমি,
” আরতির থালা,তসবির মালা আসিবে না কোনো কাজে,
মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে “,
হে কবি,তোমায় আজ বড় বেশি প্রয়োজন জন জাগরণে,
তুমি আরো একবার ফিরে এসো নজরুল…..
আমাদের চেতনে- মননে- জীবনে হয়ে পথপ্রদর্শক ” বুলবুল”।।