মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জি (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ২১
বিষয় – ভ্রাতৃদ্বিতীয়া

অক্ষয় ফোঁটা

কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া সেই পুণ্য তিথি,
ভগিনী – ভ্রাতার প্রেম ঐক্যের চিরন্তন সম্প্রীতি।
পারষ্পরিক সৌহার্দ্য মঙ্গল আশীষ মাগি,
” ভাই ফোঁটা ” শুভ মাঙ্গলিক আচার সনাতনী সংস্কৃতি।
হৈমন্তিক স্নিগ্ধ শিশির শ্বেত চন্দন ছোঁয়া,
ঘৃত-কাজল- পান সুপারি- ধান দূর্বার ছড়া,
শুচি বসনে পবিত্র মনে একনিষ্ঠ ভাবে,
তিনটি ফোঁটা প্রদান করে ভাইয়ের ললাটে।
বহ্নিশিখার পরশ তাপে শুভ শঙ্খ নাদে,
মন পুলকিত ঐতিহ্যবাহী অক্ষয় বাক্যে,
” ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা। “
এক অনাবিল স্বর্গীয় পরশে আবিষ্ট মুহূর্ত।
ঐশ্বরিক আশীর্বাদে আত্মিক বন্ধনে আবদ্ধ।
ভাইয়ের মঙ্গল কামনায় নারীরা সদা জাগ্রত,
নীরোগ শরীর, নাম-যশ,সুখ-সমৃদ্ধির প্রার্থনারত।
কিছু ভাই, অনাথ শিশু, পথের ধারে বাস,
ছিন্নবসনে, ভবঘুরে, দিন- রাতের উপবাস।
ভারতমাতার বীর সন্তান, সীমান্তে অতন্দ্র প্রহরী,
মঙ্গল আশে দেওয়ালে ফোঁটা আঁকে ভগিনী।
অনেক ভাই বিপথগামী, কর্মচ্যুত পরিযায়ী,
অকালেই যাদের জীবন সূর্য হয় অস্তগামী।
ফোঁটা হোক “অক্ষয় ফোঁটা ” সব ভাইয়ের তরে,
যাতে কোন ভাই আর বৃন্তচ্যুত না হয় অনাদরে।
চন্দনের শুভ্র ফোঁটায় শান্তি আসুক ভাইয়ের জীবন জুড়ে,
ঘৃতের ফোঁটায় মসৃণ জীবন রোগ- শোক- জরা নাশে।
কাজল ফোঁটায় শএুনাশে সর্ব বিপদ কাটুক,
ধানদূর্বায় সুখ- সম্পদ- সৌভাগ্যে জীবন ভরুক।
মঙ্গলদীপের পুণ্য ছোঁয়ায় আঁধার কালিমা ঘুচুক।
যমুনা সম ভগিনীর প্রার্থনায় জীবন ভরে উঠুক।
ভাইফোঁটা নয় নিছকই উপাচার,এ এক অঙ্গীকার,
সহোদরার প্রতি ভাইয়ের আছে কিছু সামাজিক দায়ভার,
নারীর সম্ভ্রম,নারী সুরক্ষার নিতে হবে গুরুভার,
প্রতিটি নারীর মধ্যে আছে ভগিনীরূপ সুভদ্রার।
নির্বিচারে চলে আজও কন্যাভ্রূণ নিধন বা পণপ্রথার বলি,
আস্তাকুঁড়ে পরিত্যক্ত কন্যাশিশু বা নিরন্তর ধর্ষণের ভ্রুকুটি!
নারীর কাছে এ সমাজ নিরাপদহীন, লিঙ্গানুপাত ক্রম নিম্নমুখী,
শাসণে- শোষণে জেরবার বড় অসহায় আজকের নারী।
ভগিনীর অস্তিত্বই যদি হয় বিপন্ন, তবে ভাইয়ের মূল্যই বা কতখানি??
ভাইয়ের রক্ষাকবচ ভগিনীর সম্মান যদি হয় ভূলুণ্ঠিত,
তবে ভাইফোঁটার আনুষ্ঠানিকতার সার্থকতাই বা কতটুকু ??
ভাইফোঁটা হোক অক্ষয় ফোঁটা, আনুক সামাজিক বার্তা,
ভাই- বোনের অটুট স্নেহে সৌভ্রাতৃত্ব- সহমর্মিতার ছোঁয়া।
নারীর সম্মান উজ্জ্বল হোক তার আপন মহিমায়,
সমাজে নারী- পুরুষ সহাবস্থান পারস্পরিক শ্রদ্ধা- ভালোবাসায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।